বাংলাদেশ সরকারের অনুদান ও গণঅর্থায়নে নির্মিত নন্দিত পরিচালক তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’ সিনেমাটি অংশ নিতে যাচ্ছে ভারতের কেরালায় আয়োজিত ১৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
দক্ষিণ ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসবটি আগামী ২০ থেকে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে।
এতে ‘রূপসা নদীর বাঁকে’ আমন্ত্রিত হয়েছে এবং উৎসবটির ওয়ার্ল্ড সিনেমা প্যানোরমা বিভাগে এটি প্রদর্শিত হবে।
এই সিনেমায় স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যার ঘটনাগুলো একজন বিপ্লবীর জীবনের প্রেক্ষিতে তুলে ধরা হয়েছে।
‘রূপসা নদীর বাঁকে’ সিনেমায় অভিনয় করছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, নাজিবা বাশার, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, পংকজ মজুমদার, শিশু শিল্পী তুর্য্য, হিয়া ও হিমুসহ অনেকে।
কিনো-আই ফিল্মসের ব্যানারে ২০১৮ সালে ‘রূপসা নদীর বাঁকে’র শুটিং শুরু হয়ে শেষ হয় ২০১৯ সালের ডিসেম্বরে।
সিনেমাটির চিত্রগ্রাহক মাহবুবুর রহমান খান, শিল্পনির্দেশক ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ, আবহসঙ্গীত করছেন সৈয়দ সাবাব আলী আরজু, পোশাক ও কাস্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন চিত্রলেখা গুহ এবং সহকারী পরিচালনায় রয়েছেন রানা মাসুদ ও সগীর মোস্তফা।