করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিলো সকল ধরনের শুটিংয়ের কাজ। সেই সঙ্গে বন্ধ ছিলো প্রেক্ষাগৃহগুলোও। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে।
তাই এবার নিজেদের আগামী পাঁচটি প্রজেক্টের দিনক্ষণ ঘোষণা করে দিলো ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। এই পাঁচটি সিনেমায় দেখা যাবে- সাইফ আলি খান, রণবীর কাপুর, রণবীর সিং, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, পরিণীতি চোপড়া, রানি মুখার্জী, অর্জুন কাপুর, মানসি ছিল্লারের মতো তারকাকে।
ঘোষণা অনুযায়ী, অর্জুন কাপুর এবং পরিণীতি অভিনীত ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ মুক্তি পাবে আগামী ১৯ মার্চ। সাইফ আলি খান-রানি মুখার্জী অভিনীত ‘বান্টি অউর বাবলি ২’ মুক্তি পাবে ২৩ এপ্রিল। রণবীর কাপুর এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘সমশেরা’ মুক্তি পাবে আগামী ২৫ জুন। রণবীর সিং অভিনীত ‘জয়েশভাই জোরদার’ মুক্তি পাবে আগামী ২৭ আগস্ট এবং সবশেষে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, মানসি ছিল্লার এবং সোনু সুদ অভিনীত ‘পৃথ্বীরাজ’ মুক্তি পাবে আগামী ৫ নভেম্বর।