ফের বলিউড ইন্ডাস্ট্রিতে করোনার থাবা। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা রণবীর শোরে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রণবীর।
টুইটার পোস্টে রণবীর লিখেছেন, ‘আমার করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। মৃদু উপসর্গ রয়েছে।’
চিকিৎসকদের পরামর্শ মেনে বর্তমানে ৪৮ বছর বয়সী এই তারকা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
‘আংরেজি মিডিয়াম’, ‘লুটকেস’ এবং ‘কডাক’র মতো সিরিজে কাজ করেছেন রণবীর শোরে। সম্প্রতি ‘মেট্রো পার্ক সিজন টু’ কমেডি ড্রামায় কাজ করেছেন তিনি। গত জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে এটি।