এবারের ভালোবাসা দিবসকে কেন্দ্র করে দীর্ঘ ১০ বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও স্টার সিনেপ্লেক্স আয়োজন করেছিল ‘ভ্যালেন্টাইন ফেস্ট-সিজন: ১০’।
এবারের আয়োজনে ছিলো দম্পতিদের কাছ থেকে তাদের ভালোবাসা, আবেগ ও সুন্দর মুহুর্তের ছবি নিয়ে প্রতিযোগিতা।
স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজের মাধ্যমে দম্পতিদের কাছ থেকে ছবি আহবান করা হয়।
এতে সাড়া দিয়ে বিপুলসংখ্যক দম্পতি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
ফেসবুক বন্ধুদের লাইকের সংখ্যার ভিত্তিতে এর মধ্য থেকে সেরা ৩০টি ছবি নির্বাচন করা হয়। এই ৩০ দম্পতি পুরস্কার হিসেবে পেয়েছেন আকর্ষণীয় উপহারসামগ্রী ও স্টার সিনেপ্লেক্স মুভি দেখার সুযোগ।
গতকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসের বিকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।