দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল।
ভালোবাসা দিবসে এক বিবৃতির মাধ্যমে বিশেষ এই ঘোষণাটি দিয়েছে হ্যারি-মেগানের মুখপাত্র। বিষয়টি নিশ্চিত করে লেখা হয়েছে, “বড় ভাই হতে যাচ্ছে আর্চি (হ্যারি-মেগানের প্রথম সন্তান)।”
এর আগে গেল নভেম্বরে ব্রিটিশ রাজ পরিবারের প্রথা ভেঙে গর্ভে থাকা অবস্থায় দ্বিতীয় সন্তানের ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার খবর জানান মেগান। হ্যারি ও মেগানের প্রথম সন্তান, ছেলে আর্চি মাউন্টব্যাটেন উইন্ডসো’র এর বয়স এক বছর নয় মাস।
প্রিন্স হ্যারির সঙ্গে ২০১৮ সালে বিয়ে হয় মেগানের। নিজের চেয়ে তিন বছরের বড় মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ের পর থেকে প্রিন্স হ্যারিকে নিয়ে হয় নানা আলোচনা।