নিবন্ধন ফি ছাড়াই এখন আবেদন করা যাবে ফ্লোরা ব্যাংক ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতায়।
গত কয়েক দিনে অসংখ্য প্রতিযোগীর অনুরোধ এবং আবেদনের প্রেক্ষিতে, একই সাথে সামগ্রিক কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ‘ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’- এর নিবন্ধন ফি তুলে নেওয়া হয়েছে।
ইতিমধ্যে যারা নিবন্ধন ফি দিয়ে নিবন্ধন করেছেন তাদের ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফেরত দেওয়া হবে।
মিস ইউনিভার্স বাংলাদেশ এর ওয়েব সাইট www.missuniverse.com.bd এর মাধ্যেমে আগ্রহী প্রতিযোগীরা নিবন্ধন করতে পারবেন আগামী ৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে মিস ইউনিভার্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ www.facebook.com/MUBangladesh থেকে।