অভিনয়টা করছেন অনেকদিন ধরেই।
‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘পাষাণ’ ও ‘নবাব’ সহ বেশ কয়েকটি ঢাকাই ছবিতে দেখা গেছে তাকে।
তবে খুব ছোট পরিসরে, ছোট ছোট চরিত্রে।
একদম নায়িকা হিসেবেই অভিষেক হচ্ছে তার।
তাও আবার তেলেগু ইন্ডাস্ট্রিতে!
ছবির নাম ‘সাকালা কালা ভাল্লাভুডু’।
নির্মাতা শিবা গণেশ।
এতে মেঘলার নায়ক তানিস্ক রেড্ডি।
মেঘলা জানাচ্ছেন-
বড় পরিসরেই দক্ষিণ ভারতে ছবিটি মুক্তি পাবে। ইতোমধ্যে ব্যাপক প্রচার শুরু হয়ে গেছে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এর মাধ্যমে। পোস্টারটি আমাকে রোমাঞ্চিত করেছে। এটি স্বপ্ন পূরণের গুরুত্বপূর্ণ একটি ধাপ।
‘সাকালা কালা ভাল্লাভুডু’র একটি গানের লিরিক্যাল ভিডিও উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে।
কিছুদিনের মধ্যে দেখা যাবে প্রথম টিজার।
তার ভাষ্যমতে-
গত বছরের ডিসেম্বরে হায়দরাবাদে অডিশন দিয়েছিলাম এই ছবিতে অভিনয়ের জন্য। তারপরই আস্তে আস্তে শতাধিক প্রতিযোগীকে টপকে ছবিতে নায়িকা হওয়ার সুযোগ পেয়ে যাই। এরপর টানা ছয় মাস সেখানে থেকে শুটিং শেষ করে আসি।
মেঘলা মুক্তা আপাতত ঢাকায়ই আছেন।
তবে খুব শীঘ্রই উড়াল দেবেন তিনি।
অংশ নিতে হবে জীবনের প্রথম অভিনীত তেলেগু ছবিটির প্রচারণায়।
কাজও আছে আরও কিছু।
তিনি বলছেন-
এরইমধ্যে তেলেগু আরেকটি ছবিতে কাজ করার প্রস্তুতি চলছে। আরও বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে। মনে হচ্ছে সেখানকার ছবির শুটিং নিয়েই আমাকে ব্যস্ত থাকতে হবে।
মেঘলা জানাচ্ছেন-
বাংলাদেশের শোবিজে আপাতত কাজ করার ইচ্ছে নেই। আমার কাছে বাংলাদেশের কাজের তেমন প্রস্তাবও আসে না।
আসলেই তাই।
ফলে, সুযোগটা যেহেতু বেশি তেলেগু ইন্ডাস্ট্রিতে, ভালো কাজের প্রস্তাবও আসছে, মেঘলার ক্যারিয়ার ওখানেই গড়ে উঠুক; এমন ইচ্ছেটা তারও।
আরও পড়ুনঃ
চুপিসারে কী করছেন অমৃতা?
বিয়ের দিনের আগের দিনেই মা হলেন শায়লা
ওয়েব দুনিয়ায় ভার্মার মাফিয়ারা