দিলীপ-রাজের পৈতৃক ভিটা হবে মিউজিয়াম

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 01:38:24

সাধারণ মানুষের পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতেও এমন কয়েকজন তারকা রয়েছেন যারা ১৯৪৭ সালে দেশবিভাগের সময় পাকিস্তানে নিজেদের বসতভিটা রেখে ভারতে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই তালিকায় রয়েছে বলিউডের জনপ্রিয় দুই তারকা দিলীপ কুমার ও রাজ কাপুরের পরিবারও।

চমকপ্রদ তথ্য হলো- খাইবার পাখতুনখোয়া প্রদেশের অন্তর্গত কিসা খওয়ানি বাজার এলাকায় অবস্থিত প্রয়াত তারকা রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়ি দুটি কিনে নিতে ২ কোটি ৩৫ লাখ টাকা মঞ্জুর করলো দেশটির প্রাদেশিক সরকার। এই বাড়ি দুটি অধিগ্রহণ করে সেটি মিউজিয়াম হিসেবে গড়ে তুলবে পাক সরকার।

১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে দেওয়ান বাসেস্বরনাথ কাপুর খাইবার পাখতুনখোয়া প্রদেশে কাপুর হাভেলি তৈরি করেছিলেন। সম্পর্কে তিনি ছিলেন রাজ কপুরের ঠাকুরদা। রাজ এবং তার কাকা ত্রিলোক কাপুর এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে এই বাড়িকেই ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করে দেয় সেখানকার প্রাদেশিক সরকার।

টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে- কাপুর হাভেলির বর্তমান মালিক আলি কাদের। এই ঐতিহাসিক সৌধ সংরক্ষণের জন্য দেড় কোটি টাকা ধার্য করেছে পাক সরকার।

অন্যদিকে দিলীপ কুমারের বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য ৮০ লাখ ৫৬ হাজার টাকা খরচ করবে সীমান্ত পারের প্রাদেশিক সরকার।

এ সম্পর্কিত আরও খবর