মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’ উপস্থাপনা করেছেন অভিনেত্রী তারিন। এটি নির্দেশনা দিয়েছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত।
অনুষ্ঠানটিতে রয়েছে তিনটি দেশাত্মবোধক গান। মনিরুজ্জামান পলাশের কথায় একটি গান সুর করেছেন ও গেয়েছেন রবি চৌধুরী।
আপেল মাহমুদের কথা ও সুরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন বাপ্পা মজুমদার ও তার ব্যান্ড দলছুটের সদস্যরা।
নিজের সুর-সংগীতে একটি গান গেয়েছেন এস আই টুটুল। এর কথা লিখেছেন লিটন ঘোষ জয়। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলোর চিত্রায়ন হয়েছে।
‘মুক্তির কথা বিজয়ের গান’-এ আছে একাধিক প্রতিবেদন। ১৯৭১ সালের ১৩ জুন মুক্তিযুদ্ধে সৈয়দপুরে ট্রেনে সংগঠিত নির্মম ও বর্বর হত্যাকাণ্ড, মুক্তিযুদ্ধের তথ্যচিত্র ও স্মারক সংগ্রাহক মৌলভীবাজারের বিকুল চক্রবর্তী এবং নরসুন্দর গোপাল চন্দ্র শীল। দীর্ঘ ২৫ বছর বিনে পয়সায় মুক্তিযোদ্ধাদের চুল কেটে দিয়েছেন এবং এখনও কাটছেন গোপাল চন্দ্র শীল।
অনুষ্ঠানটি আগামী ১৬ ডিসেম্বর রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে।