ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, প্রধানমন্ত্রী বছরের শুরুতে বিনামূল্যে বই বিতরণের ফলে গরীব ধনী সকলের শিক্ষার সুযোগ অবারিত হয়েছে। তাদের মেধার বিকাশ ঘটছে।
বই বিতরণ উৎসব ২০২৪ উপলক্ষে ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মেয়র বলেন, একটা সময় শিক্ষার্থীদের নতুন বই পেতে কয়েক মাস লেগে যেত। সে অবস্থার অবসান ঘটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে শিক্ষার নানা ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়েছে। ধনী-গরিব সকলের শিক্ষার সমান সুযোগ পাচ্ছে।
মেয়র প্রত্যাশা করেন, শিক্ষার্থীগণ বছরের শুরু থেকেই নিজেদের প্রস্তুত করে আগামীর উন্নত বাংলাদেশ গড়ে তোলায় নিজেদের যোগ্য করে তুলবে।
এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৩ সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. চাঁন মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. আবুল কাশেম সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মেয়র এদিন মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়, কৃষ্টপুর প্রাথমিক বিদ্যালয় সহ আরও কিছু বিদ্যালয়ের বই বিতরণ উৎসবে শিশুদের মাঝে বই বিতরণ করেন।