বছরের প্রথম দিনে বগুড়ার স্কুলে স্কুলে শুরু হবে বই উৎসব। শিক্ষা বর্ষের শুরুতেই নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠবে শিক্ষার্থীরা। তবে প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেলেও মাধ্যমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পাচ্ছে না বছরের প্রথম দিন।
সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম শহরের ঝোপগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করবেন। এরপর স্কুলে স্কুলে শুরু হবে বই বিতরণ।
বগুড়া জেলার প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান জানান, বগুড়া জেলার ১২টি উপজেলায় প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২০২৪ শিক্ষা বর্ষে সম্ভাব্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ২৪৬ জন। আর বই এর চাহিদা দুই লাখ ৭০ হাজার ১৮০টি। ইতিমধ্যে শতভাগ বই বিদ্যালয়গুলোতে পৌঁছানো হয়েছে। সোমবার সকল প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হবে।
অপরদিকে শতভাগ বই না থাকায় মাধ্যমিক পর্যায়ে বই উৎসবের কোনো আনুষ্ঠানিকতা হচ্ছে না। তবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে বই বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার হযরত আলী।
তিনি জানান সোমবার সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া সম্ভব হচ্ছে না। ঘাটতি থাকার কারণে ৮১ দশমিক ৫০ ভাগ শিক্ষার্থীরা বছরের প্রথম দিন নতুন বই হাতে পাবে। তবে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হবে।
তিনি বলেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত নতুন বই এর চাহিদা রয়েছে ২৮ লাখ ৫০ হাজার ৮৫১টি। ৩১ ডিসেম্বর পর্যন্ত বই এসেছে ২৩ লাখ ২২ হাজার ২৫৮টি। শতকরা হিসেবে নবম শ্রেণিতে ৬২ ভাগ, অষ্টম শ্রেণিতে ৬৭ ভাগ সপ্তম শ্রেণিতে ৯৮ ভাগ এবং ষষ্ঠ শ্রেণিতে শতভাগ বই পাওয়া গেছে।