হাফ লিটার ‘মিনারেল ওয়াটার’র মূল্য ১৫ টাকা। অথচ ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলার খাবারের দোকানগুলোতে বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা করে। যদিও বাণিজ্য মেলার প্রবেশ পথগুলোর সামনে এই পানির বোতল বিক্রি হচ্ছে ১৫ টাকা করে।
মেলার আসা দর্শনার্থীদের গেটের আগে থেকেই সচেতন করছেন ভ্রাম্যমাণ পানি বিক্রেতারা। তারা বলছেন, পানি নেন পানি। মেলায় ৩০, বাইরে দাম ১৫ টাকা। এই কথা শুনে যাদের প্রয়োজন তারা একটি করে পানির বোতল নিয়ে নিচ্ছেন।
ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে পুরান ঢাকার হাজী বিরিয়ানী দোকানে গিয়ে দেখা গেছে, প্রাণের হাফ লিটার ‘ড্রিংকিং ওয়াটার’ বিক্রি হচ্ছে ২০ টাকায়। কিনলে পানির বোতল বিক্রি হচ্ছে ২০ টাকায়।
আর একটু সামনে নান্না বিরিয়ানি অ্যান্ড কস্তূরী কাবাবে একই পানি বিক্রি করছে প্রতি বোতল ২৫ টাকা করে।
বোতলের গায়ের মূল্য ১৫ টাকা, ২৫ টাকা বিক্রি করছেন কেন? জানতে চাইলে শফিকুল ইসলাম নামের ওয়েটার বার্তা২৪.কম-কে বলেন, মেলার ভেতরে খরচ বেশি তাই দামও বেশি নিচ্ছি। লিখেন, কিছু করবার পারলে করেন।
আর একটু সামনে গিয়ে শ্বশুর বাড়ির পিঠা, ইগলু এবং খাবারের দোকানগুলোতে দেখা যায় ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে পানি।