আইপিডিসি’র পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাবে সম্মতি

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 22:05:41

পুঁজিবাজারের তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির পরিশোধিত মূলধন বাড়াতে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১ঃ২ হারে রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব করেছে। অর্থাৎ দুটি সাধারণ শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা একটি করে রাইট শেয়ার কিনতে পারবেন। কোম্পানিটি বাজারে আরও ১১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৪০টি সাধারণ শেয়ার ছেড়ে মোট ১৪১ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৮০ টাকা উত্তোলন করবে।

প্রতিটি শেয়ারের দাম রাখা হবে ১২ টাকা, যার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য ও ২ টাকা প্রিমিয়াম।

এ সম্পর্কিত আরও খবর