পুঁজিবাজারের সূচক পতন অব্যাহত

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-18 03:27:37

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবারও (২৪ এপ্রিল) সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৯ পয়েন্ট। এছাড়া সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ৪৬ পয়েন্ট।

একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১০১ কোটি ৫৪ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৬৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক কমে। লেনদেনের শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিটে। প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে যায়। তবে এরপর থেকে সূচক কমার প্রবণতা বাড়তে থাকে। ১০টা ৪৫ মিনিটে সূচক ৬ পয়েন্ট কমে যায়। ১০টা ৫০ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ১৭ পয়েন্ট কমে। বেলা ১১টায় সূচক কমে ৩০ পয়েন্ট। আর বেলা সাড়ে ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ২১১ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ৮৫৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করেছে এক হাজার ২০৪ পয়েন্টে।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১০১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। গত কার্যদিবসে একই সময়ে ১০৫ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছিল।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল টিউবস, মুন্নু সিরামিকস, বাংলাদেশ সাবমেরিন কেবল, ফরচুন সু, বাংলাদেশ শিপিং করপোরেশন, ব্র্যাক ব্যাংক, বিবিএস কেবল, মুন্নু স্টাফলারস এবং ড্যাফোডিল কম্পিউটার।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৪৬ পয়েন্ট কমে ৯ হাজার ৭০৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে ১৪ হাজার ১৫৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০৪ পয়েন্ট কমে ১৬ হাজার ১৬ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে ২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। গত কার্যদিবসে একই সময়ে চার কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, অলটেক্স, ন্যাশনাল টি কোম্পানি, প্রিমিয়ার ব্যাংক, এসএস স্টিল, কেডিএস অ্যাকসেসরিজ, সন্ধানী ইন্স্যুরেন্স, সাউথ-ইস্ট ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক।

এ সম্পর্কিত আরও খবর