সূচক বেড়ে চলছে শেয়ারবাজারের লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 11:34:00

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক বেড়ে চলছে দিনের লেনদেন কার্যক্রম। বেলা পৌনে ১২টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৫ পয়েন্ট। এছাড়া সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৪১ পয়েন্ট।

একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৮ কোটি ৬৪ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৫৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় ১০টা ৩০ মিনিটে, এরপর প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা বাড়তে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ২৫ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ২৯ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বাড়ে এবং বেলা পৌনে ১২টায় সূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২৯৭ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৮৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৪ পয়েন্টে।

এদিন বেলা পৌনে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৯৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে একই সময়ে লেনদেন হয়েছিল ৫০ কোটি ৫৮ লাখ টাকা।

বেলা পৌনে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৯টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা পৌনে ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ফরচুন সু, মুন্নু সিরামিকস, এস্কায় নিটিং, ইউনাইটেড পাওয়ার, রেকিট বেনকিজার, গ্রামীণ ফোন, ইস্টার্ন কেবল, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং লিবরা ইনফিউশন।

সিএসই

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৪১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮২১ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২১০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা পৌনে ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। গত কার্যদিবসে একই সময়ে লেনদেন হয়েছিল ১ কোটি ৯৩ লাখ টাকা।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, উত্তরা ব্যাংক, ইউনাইটেড এয়ার, ফারইস্ট নিটিং, ইস্টার্ন কেবল, লিবরা ইনফিউশন, ইনফরমেশন সিস্টেম এবং অলটেক্স।

এ সম্পর্কিত আরও খবর