এস্কয়্যার নিট কম্পোজিটের লেনদেন শুরু ৯ এপ্রিল

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা,২৪.কম | 2023-08-25 20:34:11

এস্কয়্যার নিট কম্পোজিট লিমিটেডর শেয়ার লেনদেন আগামী ৯ এপ্রিল(মঙ্গলবার) থেকে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উভয় বাজারে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিভুক্ত থাকবে। কোম্পানিটির ট্রেডিং কোড হবে "ESQUIRENIT" আর কোম্পানি কোড থাকবে ১৭৪৮১।

কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বুক বিল্ডিং পদ্ধতিত পুঁজিবাজার থেকে ১৫০কোটি টাকা উত্তোলন করে। কোম্পানিটির শেয়ার পেতে সাধারণ বিনিয়োগকারীরা চলতি বছরের ৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত আইপিওতে আবেদন করেন।

পুঁজিবাজোর থেকে উত্তোলিত টাকায় ব্যবসা সম্প্রসারণ, ভবন নির্মাণ, ডাইং ও ওয়াশিং প্লান্টের জন্য যন্ত্রপাতি কেনা বাবদ খরচ করবে।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৫২ পয়সা। আলোচ্য বছরে কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন পরবর্তী শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৪৫ টাকা ৮৩ পয়সা। আর পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি ২৫ টাকা ৯৬ পয়সা।

 

এ সম্পর্কিত আরও খবর