বিআইবিএমের ন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত

, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-04 17:49:46

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) - ‘টিপিং পয়েন্টস অব রিফর্ম এজেন্ডা ফর দ্যা টার্নঅ্যারাউন্ড অব দ্যা ব্যাংকিং সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক এক ন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এ আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএম গভর্নিং বডির চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব নুরুন নাহার এবং ড. মোঃ হাবিবুর রহমান।

সভাপতিত্ব করেন বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএম-এর অধ্যাপক (সিলেকশন গ্রেড) মোহাম্মদ মহিউদ্দিন ছিদ্দিকী। উক্ত অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ড পেপার উপস্থাপন করেন বিআইবিএম-এর অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. প্রশান্ত কুমার ব্যানার্জ্জী।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সিনিয়র ব্যাংকার, শিক্ষাবিদ, গবেষক, মিডিয়া কর্মী, বিআইবিএম-এর অনুষদ সদস্যরা অংশগ্রহণ করেন। বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন এবং কন্সালটেন্সী) জনাব মোঃ শিহাব উদ্দিন খান সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সম্পর্কিত আরও খবর