চলতি অর্থবছর শেষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশোধিত লোকসান দাঁড়াতে পারে ৬ হাজার ১১৭ কোটি টাকা। এটি আগামী অর্থবছরে প্রায় তিনগুণ বেড়ে ১৮ হাজার ১০৬ কোটিতে দাঁড়াতে পারে বলে অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
রাষ্ট্রীয় করপোরেশন ও সংস্থার আয়-ব্যয় ও বাজেট নিয়ে তৈরি প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছর শেষে জ্বালানি খাতের আরেক করপোরেশন বিপিসির নিট মুনাফা হতে পারে ৩ হাজার ৮৪১ কোটি টাকা। তবে ২০২৪-২৫ অর্থবছরে মুনাফার বদলে সংস্থাটির লোকসান গুণতে হতে পারে ৫ হাজার ৫৬৪ কোটি টাকা।
একইভাবে ভর্তুকি দামে পণ্য বিক্রি করায় চলতি অর্থবছর শেষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) লোকসান দাঁড়াতে পারে ৬ হাজার ৩৩ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, চিনি ও খাদ্য শিল্প করপোরেশন, শিল্প ও রসায়ন করপোরেশন, পাটকল করপোরেশসহ বেশকিছু সংস্থাকে মোটা লোকসান গুণতে হবে, যা বাঁচিয়ে রাখতে জনগণের করের টাকা থেকে ভর্তুকি দিতে হবে।