বেরোবি রেজিস্ট্রারের অফিস আদেশে মিথ্যাচারের অভিযোগ

বিবিধ, ক্যাম্পাস

বেরোবি করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,রংপুর | 2023-08-31 11:27:07

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত অফিস আদেশের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) তার অফিস আদেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন শিক্ষাছুটি কমিটির সদস্য ও বিজ্ঞান অনুষদের ডিন ড. গাজী মাজহারুল আনোয়ার এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আবু কালাম মো. ফরিদউল ইসলাম।

লিখিত অভিযোগপত্র থেকে জানা যায়, গত ১৩ নভেম্বর শিক্ষাছুটি কমিটির সভায় আবেদনকৃত সকল আবেদনকারীর শিক্ষাছুটি তাদের আবেদন মোতাবেক বর্ধিত করার সুপারিশ করা হয়। সেই হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক খন্দকার শারমিন আশরাফী’র ছুটি ১ বছর বর্ধিতকরণের সুপারিশ করা হয়।

কিন্তু ২৬ নভেম্বর রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় অধ্যয়ন ছুটি কমিটির সভায় খন্দকার শারমিন আশরাফি’র শিক্ষাছুটি বর্ধিত না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ জন্য তাকে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেন রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল।

এদিকে, শিক্ষাছুটি কমিটির সদস্য ও বিজ্ঞান অনুষদের ডিন ড. গাজী মাজহারুল আনোয়ার এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আবু কালাম মো. ফরিদউল ইসলাম রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠি প্রত্যাহারপূর্বক পুনরায় শিক্ষাছুটি কমিটির সভা আহ্বান করে খন্দকার শারমিন আশরাফির ছুটি মঞ্জুরের অনুরোধ করেন।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামালের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এর আগে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে যে কোনো বিষয়ে কথা বলতে নিষেধ করেছেন উপাচার্য স্যার। যে কোনো বিষয়ে জানতে আমাদের জনসংযোগ দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমানের কাছে জানতে পারেন।’

এ সম্পর্কিত আরও খবর