‘ডিসেম্বরে হল না পেলে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও’

বিবিধ, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 09:54:16

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী হল শেখ ফজিলাতুন্নেছা মুজিব আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বুঝিয়ে না দিলে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ছাত্রী হলের কাজ শেষ করে ছাত্রীদের থাকার উপযুক্ত করার দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী তিথি সরকার বলেন, ৪ দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা। ডিসেম্বরের ৩১ তারিখে কাজ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও কাজের অগ্রগতি দেখে মনে হয় না যে তা সম্ভব হবে।

আরেক শিক্ষার্থী মো. রাইসুল ইসলাম নয়ন বলেন, প্রশাসন আমাদের হল নিয়ে টালবাহানা শুরু করেছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হল বুঝিয়ে না দিলে আমরা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও সহ কঠোর কর্মসূচিতে যাবো।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে এ পর্যন্ত চার দফা কাজের মেয়াদ বাড়ানোর পর ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো সিংহভাগ কাজ বাকি রয়ে গেছে।

এ সম্পর্কিত আরও খবর