কুবির সমাবর্তনে নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি

বিবিধ, ক্যাম্পাস

কুবি, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 14:43:51

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন-২০২০ এ নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো সময় নিবন্ধন করা যাবে।

রোববার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতরের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি ২০২০ খ্রিঃ তারিখ সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষ হতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান) ডিগ্রীপ্রাপ্ত এবং ২০১০-১১ শিক্ষাবর্ষ হতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রীপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীকে উক্ত সমাবর্তন অনুষ্ঠানে সনদ প্রদান করা হবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য সমাবর্তনের ওয়েবসাইটে (www.cou-convocation.com) পাওয়া যাবে।

এ সম্পর্কিত আরও খবর