ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে চালু হচ্ছে ইলেকট্রিক্যাল রিচার্জেবল পরিবহন (ইজিবাইক)। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে ইজিবাইক সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক মো শামস-ঈ- নোমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজতর করার লক্ষ্যে ইলেকট্রিক্যাল রিচার্জেবল পরিবহন ইজিবাইক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্বন মুক্ত স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে গণ্য হতে পারে।
এতে আরও বলা হয়, ক্যাম্পাসে ইজিবাইকের রুট, ভাড়া ও অন্যান্য যাবতীয় পরিকল্পনা সম্পর্কে শিক্ষার্থীদের কাছ থেকে পরামর্শ, পরিকল্পনা ও মতামত চাওয়া হয়।