রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সভাপতিত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাদশ সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সমাবর্তনের মূল পর্ব শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। উপাচার্যের বক্তৃতার পর সমাবর্তন বক্তা ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী বক্তৃতা প্রদান করেন। এরপর বক্তৃতা দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য আয়েন উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও নাট্যজন মলয় কুমার ভৌমিক।
এর আগে বিকেল ৩টায় হেলিকপ্টারযোগে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের মাঠে অবতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরে উপাচার্যের বাসভবনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।