ঢাবির পাঁচ শিক্ষক চাকরিচ্যুত

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 06:07:54

চাকরি হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক। শিক্ষা ছুটি নিয়ে দীর্ঘদিন বিদেশে অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ না রাখায় তারা চাকরিচ্যুত হন।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এ ছাড়া নিয়মবহির্ভূত কাজে সংশ্লিষ্টতার অভিযোগে দুই কর্মচারীকেও চাকরিচ্যুত করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

চাকরিচ্যুত শিক্ষকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার উদ্দীন আহমেদ, ফিনান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুজিবুল কবির, অ্যাকাউন্টটিং ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা জাহান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. সোহেল শামসুজ্জামান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক আয়েশা জামান।

চাকরিচ্যুত দুই কর্মচারী হলেন- প্রকৌশলী দফতরে পিয়ন কাম গার্ড অজিত চন্দ্র ভৌমিক এবং পরিবহন দফতরের উচ্চমান সহকারী মোহাম্মদ কামরুজ্জামান।

এর আগে, গত সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ সিন্ডিকেট সভায় ছুটি শেষে স্ব স্ব চাকরিতে যোগদান না করার কারণে দুই শিক্ষক চাকুরিচ্যুত হন।

এ সম্পর্কিত আরও খবর