মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ’র ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।
কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে ড. মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এইচ এম মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কার্যনির্বাহী পরিষদ কমিটির ঘোষণা দেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. ওয়ালিউর রহমান বিপুল।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকেই এই সংগঠনটি কাজ করে যাচ্ছে এবং ২০১৬ সালে প্রথম আহ্বায়ক কমিটি গঠিত হয়। তারই ধারাবাহিকতায় আজ ২০১৯-২০ এর ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।