ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফাজিল দ্বিতীয় বর্ষের (অনিয়মিত) পরীক্ষা ২০১৭, তৃতীয় বর্ষ পরীক্ষা ২০১৬ ও ২০১৭, চতুর্থ বর্ষ পরীক্ষা ২০১৬ এবং চতুর্থ বর্ষের মান উন্নয়ন পরীক্ষা ২০১৫ এর ফল প্রকাশিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
ফলাফলে পাশের হার ফাজিল দ্বিতীয় বর্ষ (অনিয়মিত) ৮২.০৫ শতাংশ, তৃতীয় বর্ষে ৯৯.০৭ শতাংশ, তৃতীয় বর্ষে (২০১৭) ৯৯.০৮ শতাংশ, চতুর্থ বর্ষে ৯৮.৫৭ শতাংশ এবং চতুর্থ বর্ষের (মান উন্নয়ন) পাশের হার ৩৮.৩০ শতাংশ।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের নিকট ফলাফল হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক রবিউল ইসলাম, আরিফ মোল্লাসহ পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফলাফলের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের জন্য ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।’