‘কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি' স্লোগানকে প্রতিপাদ্য করে উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জাতীয় কৃষি দিবস ২০১৯’ পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের উদ্যোগে আয়োজন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে কৃষি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শেষ হয়।
পুষ্পস্তবক অর্পণের পর কৃষি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঁইয়া বলেন, “কৃষিভিত্তিক এই দেশে কৃষির উন্নয়ন ছাড়া কখনই দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। উপকূলীয় অঞ্চল তথা সমগ্র বাংলাদেশের কৃষির উন্নয়নই হোক আজকের এই কৃষি দিবসে কৃষিবিদদের অঙ্গীকার।”
পরে কৃষি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সামনে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। কর্মসূচি সমূহে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।