জাবিতে আন্দোলনকারীদের নতুন কর্মসূচির ঘোষণা

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-20 15:04:29

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী দুই দিন (রবি ও সোমবার) কোনো ধরনের কর্মসূচী রাখেননি তারা।

শনিবার (৯ নভেম্বর) রাত ৮টায় নতুন কলা ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন।

রায়হান রাইন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী দুইদিন কোনো কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী ১২ তারিখ মঙ্গলবার সকাল ১১টায় উপাচার্যের দুর্নীতির বিষয়ে আকা ব্যঙ্গাত্মক ক্যানভাস প্রদর্শন, বিকেল ৩টায় সংহতি সমাবেশ, সন্ধ্যা ৬টায় গানে গানে সংহতি এবং রাত সাড়ে ৭টায় পথনাটক প্রদর্শন করা হবে।

এছাড়া পরের দিন বুধবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল করবে বলে আন্দোলনকারীরা জানিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর