চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম নারী উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে শুভেচ্ছা জ্ঞাপন করেছে ঐতিহ্যবাহী রাজনীতি বিজ্ঞান বিভাগ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নবনিযুক্ত উপাচার্য, বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর ড. শিরীণ আখতারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষকগণ পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন প্রফেসর ড. আনোয়ারা বেগম, প্রফেসর ড. ভূইয়া মনোয়ার কবীর, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, প্রফেসর ড. মাহফুজ পারভেজ, প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী প্রমুখ।