ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ সেশনের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা থেকে। চলবে দুপুর ১২:৩০ পর্যন্ত। এবার প্রতি আসনে লড়বে ৪৩ জন ।
সরজমিনে গিয়ে দেখা যায় , সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়।
উপজেলা, জেলা ভিত্তিক বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলগুলোর পরীক্ষার্থীদের সহায়তা করতে হেল্প ডেস্ক বসিয়েছে। ইতোমধ্যেই পরিক্ষার্থীরা হলে প্রবেশ করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ সকাল সাড়ে ১১টায় কলা অনুষদের ডিন অফিস সংলগ্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বলে জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে।
মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক অভিভাবক বলেন, আমার ছোট মেয়েকে নিয়ে এসেছি । আমরা সকাল থেকে কেন্দ্রে অবস্থান করছি। পরীক্ষার্থী কেন্দ্রে ঢুকেছে।
আরেকজন জানান, আমার ছোট ভাইকে নিয়ে এসেছি । এই মাত্র সে কেন্দ্রে প্রবেশ করলো। দেখলাম বিভিন্ন সংগঠনগুলো পরীক্ষার্থীদের সাহায্য করতে কাজ করছে।
এবছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী আবেদন করেছেন। শিক্ষার্থীদের সকাল ১০ টার মধ্যে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।