ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা সংলগ্ন গণিত ভবনের বিপরীত পাশে অজ্ঞাত এক লোকের ঝুঁলন্ত মরদেহ পাওয়া গেছে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে পথচারীরা ঝুলন্ত মরদেহটি দেখতে পায়। পরে প্রক্টর ও পুলিশকে অবগত করে।
প্রত্যক্ষদর্শী এক রিকশাচালক জানান, সকালে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাই একটি মরদেহ গাছের ডালে ঝুলে আছে।
আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, লোকটির গায়ে পোশাক দেখে স্বাভাবিক মনে হয় নি। লোকটি বয়স আনুমানিক ৫০ এর কাছাকাছি হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, খবর পাওয়ার পর আমাদের টিম সেখানে যায়। এখন মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে। তবে ওনার পরিচয় এখনো জানা হয়নি। পোস্টমর্টেমের পরে আমরা মৃত্যুর কারণ জানাতে পারবো।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান , ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা মরদেহটি নামিয়ে এনে ঢাকা মেডিকেলের কলেজ হাসপাতালে মর্গে পাঠাই। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে। থাকতেন ওই এলাকার ফুটপাটেই। মানসিক সমস্যাও ছিল তার। বয়স আনুমানিক ৪৫ এর মতো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় সে ওই গাছের চূড়ায় উঠে গলায় ফাঁস দিয়েছেন।