শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকাল ৩টায় 'জিয়াউর রহমান ফাউন্ডেশন' শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করে। এতে ক্যাম্পাসব্যাপী নিমগাছ রোপণের মধ্যে দিয়ে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
বৃক্ষরোপণ কার্যক্রমের পূর্বে অনুষ্ঠানের আলোচনা পর্বে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধান অতিথির বক্তব্যে বলেন,জিয়াউর রহমান হচ্ছেন সেই নেতা যিনি জানতেন, তিনি যেই পথে গিয়েছে এরং অন্যকে সেই পথে যেতে উৎসাহিত করতেন। আমরা সেই দলের অনুসারী, এজন্য আমরা গর্বিত।
তিনি আরো বলেন,সারা বিশ্বের মানুষ এখন পরিবেশ নিয়ে খুব সচেতন। সেই সচেতনতা ও পরিবেশের ভারসাম্য রক্ষার অংশ হিসেবে আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিম গাছ রোপনের মধ্যে দিয়ে এই বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলাম, সারা বাংলাদেশব্যপী এই কর্মসূচি চলবে।
অধ্যাপক ডা. ফরহাদ আলম ডোনারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অফ বাংলাদেশ (এ্যাব) এর আহবায়ক কৃষিবিদ রাশেদুল হাসান হারুন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) কৃষিবিদ খন্দকার মাহফুজুল হক বাচ্চু।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন কৃষিবিদ কে এম সানোয়ার আলম। এই কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।