কুবি-ঢাকায় বাস সার্ভিস চালুর দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-21 17:14:52

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা কুমিল্লা থেকে ঢাকায় সপ্তাহে একদিন (শুক্রবার অথবা শনিবার) বাস সার্ভিস চালুর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত স্মারকলিপিতে প্রায় ১৫০ জন শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করে সেই স্মারকলিপি উপাচার্য বরাবর প্রদান করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, ঢাকা দেশের রাজধানী হওয়ায় বিভিন্ন চাকরির পরীক্ষা, জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা এমনকি গবেষণা উপস্থাপনার মতো কাজে প্রতিনিয়ত যেতে হয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো বাস না থাকা এবং শিক্ষার্থীদের পর্যাপ্ত আর্থিক সচ্ছলতা না থাকার ফলে এসব কার্যক্রমে অংশগ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাস চালু হলে শিক্ষার্থীরা সহজেই এসব কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।

এ বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরহাদ মিয়া কাউসার বলেন, 'ঢাকায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা যেমন বিতর্ক, রচনা প্রতিযোগিতা, কুইজ, এবং গবেষণা উপস্থাপনায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে। একইসঙ্গে, বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং শিক্ষা বিষয়ক সেশনে অংশগ্রহণ শিক্ষার্থীদের জ্ঞানার্জন এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি আমাদের যারা সিনিয়র আছেন, প্রায় প্রতি সপ্তাহেই উনাদের একটা চাকরির পরীক্ষা থাকে ঢাকাতে। কুবি রাজধানীর খুব বেশি দূরে না। প্রশাসনের স্বদিচ্ছা থাকলেই ঢাকাগামী বাস দেয়া সহজ একটা বিষয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ও এই নজির আছে।'

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, 'আমরা অনুমোদনের জন্য চেষ্টা করছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই উদাহরণ আছে, আমরা সেটি দেখাতে পারব। সরকার যদি অনুমোদন দেয় তাহলেই হয়ে যাবে।'

এ সম্পর্কিত আরও খবর