ডাকসু গঠনতন্ত্র সংশোধনে ঢাবি ছাত্রদলের ২৭ প্রস্তাবনা

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-15 20:12:18

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৭টি প্রস্তাবনা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৫ই জানুয়ারি) বিকেল চারটার দিকে টিএসসি অডিটোরিয়ামের সামনে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবনাগুলো পাঠ করেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক ও সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূইয়া অনিক সহ অনেকে।

তাদের প্রধান প্রস্তাবনাগুলো হলো:

১।'ভোটার ও প্রার্থী' হওয়ার ক্ষেত্রে ডাকসু'র গঠনতন্ত্রে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থী' হওয়ার ক্ষেত্রে বয়সীমা সুনির্দিষ্টভাবে ৩০ বছর না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থীদের 'ভোটার ও প্রার্থী' হওয়ার বিষয়ে প্রস্তাব।

২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সক্রিয় ও কার্যকরী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংস্কৃতি এবং সামাজিক-অর্থনৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখা এবং লালন করা।

৩। ডাকসু সর্বদা ঢাবি শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ ও সুরক্ষার জন্য সর্বদা ভূমিকা পালন এবং শিক্ষার্থীদের মধ্যে নাগরিক অধিকার, আইনি সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা এবং গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও সংশ্লিষ্ট উদ্যোগ গ্রহণ করা, যাতে শিক্ষার্থীরা তাদের অধিকার যথাযথভাবে চর্চা করতে পারে এবং ভুয়া খবর ও গুজব প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে। এছাড়া, নেতৃত্বের গুণাবলি বিকাশ, দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস সৃষ্টি এবং শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীল মূল্যবোধ গঠনে প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, কাউন্সিলিং এবং অন্যান্য সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগ গ্রহণ করা।

৪। ঢাবি উপাচার্যকে আহ্বায়ক করে, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, সিন্ডিকেট, এল্যামনাই এসোসিয়েশনের সভাপতি ও ডাকসুর নির্বাচিত সহ-সভাপতিকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন।

৫। ডাকসুর সভাপতি পদে শিক্ষার্থীদের মধ্য থেকে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবে।

৬। নারী শিক্ষার্থীদের কার্যকরী অংশগ্রহণ নিশ্চিতকরণে নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য মোট দুইটি সহ-সভাপতি এবং দুটি সহ-সাধারণ সম্পাদক পদে আলাদা নির্বাচনের প্রস্তাব দেয়া হয়েছে।

৭। ডাকসুর নির্বাহী কমিটিতে মানবাধিকার ও আইন বিষয়ক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়কক, জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি বিষয়ক, গবেষণা ও উন্নয়ন বিষয়ক ও কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সম্পাদক সহ ৫টি নতুন সম্পাদক পদ রাখার প্রস্তাব দিয়েছে ছাত্রদল।

৮। ডাকসুর কোষাধ্যক্ষ পদটিতে উপাচার্যের এক শিক্ষক মনোনয়নের নিয়ম পরিবর্তন করে অর্থ সম্পাদক পদে সরাসরি শিক্ষার্থীদের ভোট প্রদান।

৯। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদকে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও ২৪ এর গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদকে রূপান্তরকরণ।

১০। ডাকসুর নির্বাহী কমিটিতে ১৩টি পদ বর্ধিতকরণ ও প্রত্যেক সম্পাদকের সাথে ডেপুটি সম্পাদক নিয়োগ।


হল সংসদ নিয়ে প্রস্তাবনা হল:

১। হল সংসদে সভাপতি পদে প্রাধ্যক্ষকে বাদ দিয়ে শিক্ষার্থীদের থেকে সরাসরি সভাপতি পদে নির্বাচনের প্রস্তাব।

২। কোষাধ্যক্ষ পদের পরিবর্তে নির্বাচিত অর্থ সম্পাদক প্রণয়নের প্রস্তাব।

৩। হল সংসদে প্রাধ্যক্ষ, দুইজন হাইজ টিউটর, এলামনাই সোসাইটির সভাপতি ও হল সংসদের নির্বাচিত সভাপতিকে নিয়ে হল উপদেষ্টা পরিষদ গঠন।

এ সম্পর্কিত আরও খবর