রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন আগামী ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী পরে জানানো হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ সমাবর্তনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশনের সময় একই বছরের ২৪ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল এবং সমাবর্তনের সম্ভাব্য সময় বলা হয়েছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধ্ব।
এর আগে ২০২৪ সালের ১৭ জুলাই ছিল রেজিস্ট্রেশনের শেষ তারিখ। সমাবর্তন হওয়ার কথা ছিল একই বছরের ২৮ নভেম্বর। তারও আগে একই বছরের ১ নভেম্বর সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।