শেকৃবির সাথে চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি 

, ক্যাম্পাস

শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-30 21:13:00

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর সাথে কলেজ অফ প্লান্ট প্রটেকশন, কৃষি বিশ্ববিদ্যালয় চায়না এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

শনিবার (৩০ নভেম্বর) শেকৃরি উপাচার্য কনফারেন্স রুমে এই সমঝোতা স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেকৃবি’র পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড. মো. সালাউদ্দিন মাহমুদ চৌধুরী । 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ । শুরুতে তিনি কলেজ অফ প্লান্ট প্রটেকশন, কৃষি বিশ্ববিদ্যালয় চায়নার চার জন শিক্ষককে ফুলের শুভেচ্ছা জানান এবং আন্তরিক অভিনন্দন খচিত ক্রেস্ট প্রদান করেন। 
চায়নার কলেজ অফ প্লান্ট প্রটেকশন এর ডিন অধ্যাপক ড. জুন লিউ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, এই সমঝোতা চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, উচ্চতর প্রশিক্ষণ, মানব সম্পদ উন্নয়নে শিক্ষক ও ছাত্র বিনিময় কার্যক্রম এবং গবেষণা সুবিধা বিনিময় ও সম্প্রসারণের দ্বার উম্মোচিত হলো।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন।

এ সম্পর্কিত আরও খবর