সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট | 2024-08-18 16:01:00

বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মো. হাফিজুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা ১০ টার দিকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে কলেজ চত্বরে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করেন। মিছিলে 'দফা এক দাবি এক, অধ্যক্ষের পদত্যাগ' এই স্লোগানই দিয়েছেন শুধু।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পরে গত ৭ আগষ্ট থেকে হাফিজুর রহমান কলেজে অনুপস্থিত রয়েছেন। ওইদিন তিনি অধ্যাপক ছবির আহমেদকে লিখিতভাবে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করে আর কলেজে ফেরেননি। কলেজটিতে ৩ হাজার ছাত্র-ছাত্রী রয়েছে।

এবিষয়ে অধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক ছবির আহমেদ বলেন, ছাত্ররা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে। তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

উল্লেখ্য, হাফিজুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। তিনি নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। কলেজেও তিনি দলীয় প্রভাব খাটাতেন বলে অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের।

এ সম্পর্কিত আরও খবর