দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে, হুঁশিয়ারি প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
মাসিক ভাতা ২৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৫০ হাজার টাকা অথবা নবম ওয়েজবোর্ড কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এই হুঁশিয়ারি জানান তারা।
ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ড.পারসা রহমান বার্তা২৪.কমকে বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল ডাক্তার সড়কে অবস্থান করবে।
তিনি বলেন, আমাদের বিষয়টা নিয়ে মন্ত্রণালয়ে একটা বৈঠক চলছে। মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসার উপর নির্ভর করছে আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে।
ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির প্রচার সম্পাদক ড. নাজিয়া বলেন, আমররা ২৫ হাজার টাকা থেকে ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করার দাবী জানিয়েছিলাম। অথবা নবম গ্রেড এর সাথে সকল সুযোগ সুবিধা কার্যকর করার দাবি জানিয়েছিলাম। পরে আমাদের ভাতা ২৫,০০০ থেকে বৃদ্ধি করে ৩০,০০০ টাকা করে প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশের সকল পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তার সে প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে। পরবর্তীতে আমরা আবার আন্দোলনের ডাক দিলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন চেঞ্জ করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু প্রজ্ঞাপন চেঞ্জ না করায় আজকে আবার আন্দোলনে নামতে আমরা বাধ্য হয়েছি।
এর আগে গত রোববার (২২ ডিসেম্বর) দিনব্যাপী সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা। পরে বিকেল ৫টার দিকে ৪ ঘণ্টা অবস্থানের পর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের আশ্বাসে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়েন পোস্টগ্র্যাজুয়েট বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা।
সেদিন সারজিস আলম বলেন, বৃহস্পতিবার বিকেল ৫ টার মধ্যে দাবি মেনে লিখিত ঘোষণা আসতে হবে। ট্রেইনি চিকিৎসকদের নবম গ্রেড সমমানের সুযোগ সুবিধা দিতে হবে। আগামি মাস থেকে কার্যকর করতে হবে। বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন না হলে পোস্টগ্র্যাজুয়েট বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি আন্দোলনে যোগ দিবে।
ওইদিন সকালে রাজধানীর শাহবাগ বিএসএমএমইউ হাসপাতালের ভেতরে দেশের সব প্রাইভেট পোস্টগ্র্যাজুয়েট বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা মাসিক ভাতা ২৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতি ঘোষণা দিয়ে সড়কে অবস্থান নেন। পরে বেলা ১টার পর তারা শাহবাগ মোড়ের সড়ক অবরোধ করে রাস্তায় অবস্থান নেন।
আন্দোলনকারীরা বলেন, ডাক্তারদের অধিকার আদায়ের প্রতিষ্ঠান ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি এবং তার সহযোগী সংগঠন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যসোসিয়েশন গত ২০২২ সাল থেকেই বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের যৌক্তিক দাবি ভাতা বৃদ্ধির জন্য রাজপথে আন্দোলন করে আসছে।
নতুন সরকারের কাছে প্রত্যাশা রেখে স্বাস্থ্যখাতের সকল স্টেকহোল্ডার যথাক্রমে বিসিপিএস, বিএসএমএমইউ, স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য সচিব এবং সহকারী স্বাস্থ্য উপদেষ্টা প্রফেসর ডা. সায়েদুর রহমান সহ সকলের সাথে দেখা করি। সবাই ভাতা বৃদ্ধির দাবিকে যৌক্তিক বলেন এবং দ্রুত বাস্তবায়ন করবেন বলে কথা দেন। ভাতা বৃদ্ধির প্রয়োজনীয় নথি যথার্থ ধাপ পার করে অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়। কিন্তু ভাতা বৃদ্ধির বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে নথিভুক্ত হয়ে পড়ে আছে। আমাদের প্রত্যাশা ক্রমে হতাশায় রূপান্তরিত হয় যখন নজরে আসে ভাতা বৃদ্ধির সেই গুরুত্বপূর্ণ নথিটি অর্থ ছাড়ের জন্য অনুমোদিত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৌঁছেনি। যার প্রতিবাদে গত ১৪ই ডিসেম্বর আমরা ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি এর নেতৃত্বে শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মশাল মিছিল করি এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করা হয়।