জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্লাটফর্ম টুইটারকে আরও ইন্টারেক্টিভ করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ইনস্টাগ্রামের মতো স্টোরি ফিচার হিসেবে টুইটারে ফ্লিটস ফিচার এড করা হয়েছে। যা ২৪ ঘণ্টা পরে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। তারই ধারাবাহিকতায় এবার টুইটারে রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া বাটন যুক্ত করা হবে বলে জানা গেছে।
অ্যাপ গবেষক ইয়ান মানচুং অং জানান, টুইটারে প্ল্যাটফর্মকে আরও গতিশীল করতে টুইটে প্রতিক্রিয়া জানানোর জন্য রিঅ্যাকশন বাট ফিচার নিয়ে কাজ করছে।
অং এক ব্লগ বিবৃতিতে একটি স্ক্রিনশট শেয়ার করেন৷ যেখানে টুইটারে পোস্টের নিচে রিঅ্যাকশন বাটন ফিচার দেখা গেছে। এই রিঅ্যাকশন ইমোজিগুলোর মধ্যে হাসি, কান্না এবং বিস্মিত ইমোজি রয়েছে৷ আর এই ফিচারটি ব্যবহার করে কোনো টুইটে মন্তব্য করতে না চাইলে বাটন চেপে তার প্রতিক্রিয়া জানানো যাবে।
এদিকে গুজন ঠেকাতে আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে টুইটার। যা টুইটারে কোনো কিছু শেয়ার করার পূর্বে ইউজারকে পড়তে বা পুনরায় যাচাই করার অনুরোধ জানাবে৷ অর্থাৎ কোনো কিছু শেয়ার করার আগে একজন ইউজার যেনো তা জেনে বুঝে শেয়ার করে।
সূত্র: গ্যাজেটস নাও