ঢাকা: রাজধানীর রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১২ আগস্ট) সন্ধ্যায় রিমান্ড শেষে শহিদুলকে আলমকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আরমান আলী। হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ফাহ্দ বিন আমিন চৌধুরী তাকে এ আদেশ দেন।
এরআগে গত ৬ আগস্ট শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৫ আগস্ট রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ।
উল্লেখ্য, দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলম চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।