জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল অ্যাপটি মাইক্রোসফট স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাই এখন মাইক্রোসফট স্টোরে সার্চ করে ফেসবুক অ্যাপ পাওয়া যাবে না।
এমএস পাওয়ার ইউজার এক বিবৃতিতে জানায়, বর্তমানে আমাদের স্টোরে ফেসবুক অ্যাপ ও বেটা ভার্সন আর পাওয়া যাবে না। তবে যারা ডাউনলোড করে রেখেছেন তারা ব্যবহার করতে পারবেন। কিন্তু নতুন করে ফেসবুকের মূল অ্যাপটি ডাউনলোড করা যাবে না।
বিবৃতিতে বলা হয়, যারা উইন্ডোজে ডেক্সটপ ফেসবুক অ্যাপ ব্যবহার করছেন তা গত ২৮ ফেব্রুয়ারি থেকে কাজ করা বন্ধ করে দিয়েছে। ইউজার চাইলে উইন্ডোজ ব্রাউজার থেকে ইউজাররা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে। এছাড়া অ্যাপ স্টোর থেকে শুধু মেসেঞ্জার অ্যাপ সেবা গ্রহণ করতে পারবে ইউজাররা।
প্রসঙ্গত, মাইক্রোসফট স্টোর থেকে ঠিক কি কারণে ফেসবুক অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, স্টোর থেকে অ্যাপটি ডাউনলোডের সংখ্যা কমে গেছে এবং প্রতিনিয়ত এর কোনো নতুন সংস্করণ বের হয় না বলে অ্যাপটি সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র: হিন্দুস্তানটাইমস