হুয়াওয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি-৪০ বাজারে আসার আগেই দেখা মিলল এর লাইট ভার্সন পি-৪০ লাইট।
আগামী ২৬ মার্চ হুয়াওয়ের ফ্ল্যাগশিপ সিরিজের একাধিক স্মার্টফোন অবমুক্ত করা হবে। মূলত হুয়াওয়ের পি-৩০’র পরের সংস্করণ হিসেবে বাজারে পাওয়া যাবে পি-৪০।
তবে অবাক করা বিষয় হলেও সত্যি যে, পি-৪০ লাইট ভার্সনেই পাওয়া যাবে ৪টি ক্যামেরা। যা দিয়ে ছবি তোলা হবে আরও দুর্দান্ত।
এর আগে চীনের বাজারে লঞ্চ হয়েছিল হুয়াওয়ে নোভা ৬ এসই যা নাম বদলে এখন হয়েছে পি-৪০ লাইট।
৬.৪ ইঞ্চির ফুলএইচডি প্লাস ডিসপ্লের উপরে থাকবে টাইনি পাঞ্চলহোল সেলফি ক্যামেরা।
ক্যামেরা
ফোনটির ব্যাক প্যানেলে থাকছে চারটি ক্যামেরা। এর প্রাইমারি ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল সেন্সর,৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর লেন্স যুক্ত করা হয়েছে। এছাড়া পাঞ্চহোলে সেলফি তোলার জন্য থাকছে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা।
হার্ডওয়্যার/সফটওয়্যার
ফোনটির ভেতরে হুয়াওয়ের নিজস্ব কিরিন ৮১০ চিপসেট ব্যবহার করা হয়েছে। আর ৬জিবি র্যামের সঙ্গে থাকছে ১২৮জিবির বিল্ট ইন স্টোরেজ।
হুয়াওয়ের পি-৪০ লাইট ভার্সনে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ১০ অপারেটিং সিস্টেমের উপর ইএমইউআই স্কিন চলবে।
এর ৪,২০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করতে থাকছে ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।
ফোনটির বাজারমূল্য ২৯৯ ইউরো বা ২৭ হাজার ৯৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।