ফেসবুকে দেওয়া পোস্ট কিংবা ছবিকে কেন্দ্র করে এ পর্যন্ত বিশ্বব্যাপী অনেক অপ্রীতিকর ঘটনার সংখ্যার কম নয়। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে এসব ভুয়া অ্যাকাউন্ট, ভুয়া তথ্য এবং ছবি বিকৃত করে এসব বিশৃঙ্খলা হয়েছে। আর নির্বাচনের আগে চারিদিকে ভুয়া তথ্যের ছড়াছড়ি হয়। তাই বাকস্বাধীনতা, গণতন্ত্র এবং নির্বাচনে অপপ্রচার বন্ধ করতে নতুন একটি টুল চালু করেছে ফেসবুক।
যুক্তরাষ্ট্রের আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে (২০২০) কেন্দ্র করে ফেসবুকে নীতিমালা সংস্করণ এবং গণতন্ত্র নিশ্চিত করতে বেশকিছু নতুন টুল চালু করেছে। এরমধ্যে একটি বিশেষ ফিচার হিসেবে ফেসবুক থেকে ভুয়া খবর শনাক্ত করে তাতে ‘ফলস পোস্ট’ লেবেল জুড়ে দেওয়া হবে। এছাড়া জনসচেতনতায় সোশ্যাল মিডিয়া লিটারেসি প্রকল্পের জন্য ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।
আগামী মাস থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করা কনটেন্ট থেকে মিথ্যা, কিছুটা মিথ্যা হলে ‘ফলস লেবেল’ যুক্ত করা হবে। ফ্যাক্ট চেকিংয়ের ফেসবুক এবং ইনস্টাগ্রামের পক্ষে থার্ড পার্টি কাজ করবে।
সূত্র: দ্য নেক্সট ওয়েব