বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এখন যোগাযোগের জন্য অডিও-ভিডিও ও লেখা ছাড়াও ইমোজির গুরুত্ব অন্যতম। প্রথম দিকে সাংকেতিক যতি চিহ্ন দিয়ে পরবর্তীতে মজার মজার রঙবেরঙের স্টিকার ইমোজি ব্যবহৃত হয়।
সম্প্রতি ওয়ার্ল্ড ইমোজি দিবসে ইউনিকোড সংস্থা বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত ১০ টি ইমোজি সম্পর্কে তথ্য প্রকাশ করেছে।
সর্বোচ্চ ব্যবহারের দিক দিয়ে যথাক্রমে যে ১০ টি ইমোজি রয়েছে:
? হাসির সঙ্গে কান্না
❤️ হার্ট
? ভালোবাসার সঙ্গে দেখা
? হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া
? চোখে মুখি খুশি
? ডাবল হার্ট
? চিৎকার করে কান্ন
? চুমো দেওয়া
? থাম্বস আপ/সাবাসি দেওয়া
এরমধ্যে পরিসংখ্যানে দেখা যায়, হাসির সঙ্গে কান্না ও হার্ট/ভালবাসার ইমোজি বহুল ব্যবহৃত ১০ টি ইমোজির মধ্যে বেশি ব্যবহৃত হয়েছে।
উল্লেখ্য ইমোজি হচ্ছে মুখাভিনয় সাদৃশ কিংবা অনুভূতি প্রকাশের স্টিকার। যা দিয়ে মানুষ যেকোনো বিষয়ে ইমোজির মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে। এছাড়া এখন এসব ইমোজি এখন কাগজে এঁকেও ভাব প্রকাশ করা হয়।
সূত্র: জীসমোচীনা