জনপ্রিয় ইনক্রিপটেড প্রাইভেট মেসেজিং হোয়াটসঅ্যাপকে ফেসবুক কিনে নেওয়ার পর থেকেই নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ফিচারটি অনেক আগেই যুক্ত করা হয়েছে। তবে এবার হোয়াটসঅ্যাপ থেকে পোস্ট করা স্ট্যাটাস এখন সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে ফেসবুক স্টোরিসে শেয়ার করা যাবে।
প্রাথমিকভাবে নতুন এই আপডেটটি অ্যাপলের আইওএস ভার্সনে ব্যবহার করা যাবে। কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বেটা ভার্সন ব্যবহার করতে হবে। তবে শীঘ্রই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
ফেসবুক স্টোরিসে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস শেয়ার করতে ট্যাবে ‘Share to Facebook Story' নামের একটি বাটন যোগ করা হয়েছে।
হোয়াটসঅ্যাপের মুখপাত্র নিরাপত্তা বিষয় নিশ্চিত করতে জানান, ফেসবুকের স্টোরিসে স্ট্যাটাস শেয়ার করলে ইউজারদের সেই প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হবে না।
সূত্র: গ্যাজেটস নাও