বাংলাদেশে মোবাইল অপারেটরদের মোবাইলে আর্থিক লেনদেন সেবার অনুমোদন না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে আটকে ছিলো এ প্রক্রিয়া। প্রান্তিক পর্যায়ে সেবা প্রদানের অবকাঠামো থাকলেও শুধু ছিলো অনুমোদনের অপেক্ষা।
তবে সম্প্রতি রবির মূল কোম্পানি আজিয়াটা গ্রুপের সহযোগী কোম্পানি আজিয়াটা ডিজিটাল বাংলাদেশের ট্রাস্ট ব্যাংকের সঙ্গে যৌথভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবায় নামার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক আজিয়াটা ডিজিটাল লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংকের সমন্বয়ে গঠিত ট্রাস্ট আজিয়াটা ডিজিটালকে তাদের অনাপত্তিপত্র দিয়েছে।
ফলে কোম্পানি গঠন করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সেবা প্রদানের পথ এখন অনেকটাই উন্মুক্ত হয়ে গেলো জয়েন্ট ভেঞ্চার কোম্পানিটির। তবে বিভিন্ন শর্ত ও অবকাঠামোগত প্রক্রিয়া সম্পন্ন করে তা গ্রাহকদের কাছে আসতে লেগে যেতে পারে আগামী বছর।
উল্লেখ্য, বর্তমানে ৫৭ ব্যাংকের প্রায় ১৭টি মোবাইল লেনদেনের সেবা চালু আছে।