কন্সপিরেসি বা সন্দেহ প্রবণ থিওরিস্টদের কাছে একটি জনপ্রিয় গল্প হচ্ছে ‘এখনো কি সে বেঁচে আছে’ ধরনের একটি গল্প। তেমনি এবার অ্যাপলের প্রয়াত প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবসকে নিয়ে অনলাইন জগতে এই গল্প ছড়িয়েছে।
সম্প্রতি স্টিভ জবসের মতো দেখতে একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পরে গুঞ্জন উঠেছে, জবস কি এখনো বেঁচে আছেন?
সিনেটের প্রতিবেদনে বলা হয়, আহমেদ বাসিওয়ানি নামের এক ব্যক্তি প্রথম ওই ছবিটি ফেসবুকে শেয়ার করেন। কিন্তু ছবিটি কোথায়, কবে কিংবা সেই ব্যক্তি নিজে ছবিটি তুলেছেন কিনা এমন কোনো তথ্য দেননি।
ইতোমধ্যে ছবিটি ফেসবুক, টুইটার, রেডিটসহ বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার হয়েছে।
প্রকাশিত ছবির সঙ্গে জবসের অনেক মিল রয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। সেখানে দেখা যায়, জবসের মতো দেখতে সেই ব্যক্তি খালি পায়ে বসে আছেন। যেমনটা জবসের মধ্যেও দেখা যেত। এ নিয়ে কন্সপিরেসি থিওরিস্টরা বিভিন্ন তত্ত্ব প্রকাশ করছেন।
তবে এরকম ঘটনা এবারই প্রথম নয়। এর আগে বিশ্বব্যাপী অনেকেই মাইকেল জ্যাকসন বা এলভিস প্রিসলির মৃত্যুর পরও দেখার কথা বলেছেন। আর তেমনি স্টিভ জবসের মতো দেখতে এক ব্যক্তির ছবি অনলাইনে ঘুরে বেড়াচ্ছে।
সূত্র: গ্যাজেটস নাও