জাপানের ইলেক্ট্রনিকস পণ্য উৎপাদনকারী এনইসি কর্পোরেশন পরীক্ষামূলকভাবে আকাশে একটি ফ্লায়িং কার উড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এটি দেখতে অনেকটা অটোরিকশার মতো। তবে এটিকে একটি বড় আকারের ড্রোন বললেও বোধ হয় ভুল হবে না।
পরীক্ষামূলকভাবে দেখা যায় এই ফ্লায়িং কারটি তিন মিটার বা ১০ ফিট উচ্চতায় গিয়ে উড়তে পারে। গাড়িটি আকাশে ১ মিনিট উড়তে সক্ষম হয়েছে।
জাপান সরকার ২০২৩ সালে বাণিজ্যিকভাবে বাজারে ফ্লাইং কার ছাড়ার পরিকল্পনা করছে। তবে প্রাথমিকভাবে ফ্লায়িং কার ব্যবহৃত হবে পণ্য পোঁছে দেওয়ার কাজে। আর আগামী ২০৩০ সালের মধ্যে মানুষের যাতায়াতের বাহন হিসেবে ব্যবহৃত হবে এই ফ্লায়িং কার।
সূত্র: রয়টার্স