৩৩৩ থেকে ২৭০০ টাকায় মাউস

বিবিধ, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 01:53:50

রাজধানীতে চলছে তিনদিনব্যাপী ল্যাপটপ মেলা। যেখানে ল্যাপটপের পাশাপাশি পাওয়া যাচ্ছে ল্যাপটপের নানা এক্সসেসরিজও ।

শনিবার(১৩ জুলাই ) মেলার শেষ দিনে ছিলো নানা ধরনের মূল্যছাড়। এর থেকে বাদ যায়নি ল্যাপটপের আনুষঙ্গিক পণ্যসমূহও।

মেলার শেষ দিনে র‍্যাপো এক্সেসরিজএ ছিলো বিশেষ ছাড়। প্রতিটি মাউস ও কীবোর্ডে ছিলো ৫০০-১৫০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট। এছাড়াও ল্যাপটপে সবাই ওয়্যারলেস মাউস ব্যবহার করেন বেশি বিধায় বিক্রিও ছিলো এটির বেশি। তবে ছিলো ওয়্যারড মাউস ও কীবোর্ডও ।

ওয়াল্টনের প্যাভিলিয়নে মাউসের মূল্যছিলো ৩৯৫ টাকা থেকে শুরু। সাথে ছিলো স্ক্র্যাচ কার্ডও ।

মেলায় পাওয়া যাচ্ছে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুসঙ্গিক গ্যাজেট। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়কও উন্মোচন করা হবে।

মেলায় ডেল, আসুস, এইচপি, লেনোভো, ওয়ালটন, আইলাইফ ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। মেলা থেকে ইসেট ও ক্যাসপারেস্কির অ্যান্টিভাইরাস-সিকিউরিটি পণ্যসহ অ্যাক্সেসরিজও কিনতে পারবেন ক্রেতারা।এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক ইসেট।

সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আসুস, ডেল, এইচপি, লেনোভো। সাইবার সিকিউরিট পার্টনার হিসেবে রয়েছে ক্যাসপারস্কি।

বৃষ্টির কারণে মেলার সময় ১ ঘন্টা বাড়ানো হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর