প্লেয়ার আননোন ব্যাটেল গ্রাউন্ড বা পাবজি গেমের ক্ষতিকর প্রভাবের কারণে জর্ডানে নিষিদ্ধ করা হয়েছে গেমটি।
এ গেমের প্লেয়াররা ভার্চুয়াল জগতে সহিংসতায় মেতে উঠে। যেখানে প্লেয়ারকে প্রতিনিয়ত টিকে থাকতে অন্যকে প্রতিহত করেই বেঁচে থাকতে হয়। মূলত এর হাই রেজ্যুলেশন থ্রিডি গ্রাফিক্স ও ইন্টারেক্টেভি ফাংশনের জন্য গেমটি একটি আশক্তিতে পরিণত হয়েছে।
জর্ডান টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ অধিদপতর দেশটির জনগণকে সতর্ক করে বলেন, ‘এই গেমের অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে। যা বিশেষ করে শিশু ও তরুণদের ওপর বেশি প্রভাব ফেলছে। এর ক্ষতিকর প্রভাব বিবেচনা করে গেমটি নিষিদ্ধ করা হয়েছে।’
জর্ডানে পাবজি একটি বহুল জনপ্রিয় গেম। এর প্রভাব সব বয়সী মানুষের মধ্যেই দেখা যায়। এজন্য অফিসে কর্মরত ব্যক্তিদেরকেও এই গেম খেলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশটির গবেষকরা।
জর্ডানের মনরোগ বিশেষজ্ঞরা বলছেন, এই গেমে প্রতিনিয়ত নিজে টিকে থাকতে অন্যকে প্রতিহত করে বেঁচে থাকার যে প্রবণতা তা মানুষকে বিশৃঙ্খলা, ধ্বংস এবং সহিংসতার দিকে দিয়ে নিয়ে যাচ্ছে। যার প্রভাব তাদের বাস্তব জীবনেও বিভিন্নভাবে পড়ছে।
এর আগে পাবজির ক্ষতিকর প্রভাব এবং আশক্তির কারণে ইরাক, নেপাল এবং ভারতের গুজরাট প্রদেশে গেমটি নিষিদ্ধ করা হয়েছিল।
ইতোমধ্যে ৭৩ শতাংশ পাবজি খেলোয়ার তাদের স্মার্টফোনেই খেলছেন গেমটি এবং বিশ্বব্যাপী ২০০ মিলিয়ন পাবজি খেলোয়াড় রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস